ভৈরবে এগারসিন্দুর ট্রেন লাইনচ্যুত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আন্তঃনগর এগারসিন্দুর ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ভৈরব রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের ইঞ্জিনের দু’টি চাকা লাইনচ্যুত হয়। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, বেলা সাড়ে ১২টায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
এএইচ/বিএ/এমএস