চেয়ারম্যান পদে ৬ ইউপিতে ২৬ জনের মনোনয়নপত্র জমা


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২০ মার্চ ২০১৭

মির্জাপুর উপজেলার আসন্ন ৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ মোট ২৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, আজগানা ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম শিকদার, বিএনপির মো. আবুল হোসেন কনক, সতন্ত্র মো. রতন মিয়া ও মো. আমজাদ হোসেন, তরফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম, বিএনপির সাইদ আনোয়ার, সতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মো. শরীফুর রহমান ও নাজিম মোল্লা।

এদিকে, লতিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন, বিএনপির আলী হোসেন রনি, সতন্ত্র মো. আরিফ হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাওড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান সাহিদুর রহমান খান সাইদ, সতন্ত্র সাবেক চেয়ারম্যান তোতা মিয়া ও মো. আ. ছবুর মিয়া, আলমগীর হোসেন। এছাড়া ৬ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ৫৫ জন এবং সাধারণ আসনে ২০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহেড়া ইউনিয়নে সংরক্ষিত ৯, সাধারণ ৩৩, বহুরিয়া ইউনিয়নে সংরক্ষিত ১১, সাধারণ ৩৩, ফতেপুর ইউনিয়নে সংরক্ষিত ৮, সাধারণ ৩৬, লতিফপুর ইউনিয়নে সংরক্ষিত ৯, সাধারণ ৩৯, আজগানা ইউনিয়নে সংরক্ষিত ৯, সাধারণ ৩৫ ও তরফপুর ইউনিয়নে সংরক্ষিত ৯ ও সাধারণ ২৬ জন মনোনয়নপত্র জমা দেন।

পাশাপাশি বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মিয়া, বিএনপির আব্দুস সামাদ, জাতীয় পার্টির মামুন অর রশিদ ও সতন্ত্র রেজাউল করিম এবং ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, বিএনপির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান মৃধা, সতন্ত্র সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, আ. রউফ মিয়া ও দলিল লেখক আফছার উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান, আগামী ১৬ এপ্রিল মির্জাপুরের ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে।

এস এম এরশাদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।