টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভাতকুড়া নামক স্থানে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে কুলসুম (৪২) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের হাসান আলীর স্ত্রী।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভাতকুড়ায় উত্তর বঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের হাসান আলীর স্ত্রী কুলসুম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস