পটুয়াখালীতে ৩ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৯:১২ এএম, ২১ মার্চ ২০১৭

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ও দুমকী উপজেলার পাগলার মোড় এলাকা থেকে হিরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জব্বার হাওলাদার (৪০), আলতাফ মাস্টার (৩৪) ও মামুন খান (৩৪)।

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, বিশেষ অভিযানে লোহালিয়া থেকে মাদক ব্যবসায়ী জব্বার হাওলাদারকে (৪০) ইয়াবা ও গাঁজাসহ এবং আমতলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান শাখার শিক্ষক ও আমতলী থানার একাধিক মামলার আসামি আলতাফ মাস্টার (৩৪) তার সঙ্গী মামুন খানকে (৩৪) দুমকী উপজেলার পাগলার মোড় এলাকা থেকে হিরোইন ও ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।