শিবপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নরসিংদীর শিবপুরে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে ভংগারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার দুপুরে ভংগারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা চেয়ারম্যান মো. আরিফ-উল ইসলাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলার আওয়ামী ফোরামের সভাপতি ফরহাদ আলম ভূইয়া, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেল আহম্মেদ, শিবপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের শিক্ষামূলক বক্তব্য শেষে ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সঞ্জিত সাহা/এএম/পিআর