ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর দাবি


প্রকাশিত: ০৮:২২ এএম, ২৩ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্লাটফর্মে সর্বস্তরের সচেতন ছাত্র সমাজ ও ব্যবসায়ীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এসময় আন্দোলনকারীরা স্টেশনের একটি লাইনে অবস্থান নিয়ে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে।

মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি মো আজিজুল হক, ছাত্রনেতা সামসুজ্জামান চৌধুরী পারভেজ, শাহাদৎ হোসেন শোভন, মিনহাজ উদ্দিন মামুন, মমিন মিয়া, সেলিম মোল্লা, মেহেদী হাসান লেনিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিদিন দেড় হাজারেরও বেশি যাত্রী এ স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে।এ স্টেশন থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য ট্রেনের আসন বরাদ্দ ছিল ৬৮৪টি। এ সংখ্যা কমিয়ে ৪৫০ করা হয়েছে। দ্রুত ট্রেনের আসন সংখ্যা না বাড়ানো হলে পরবর্তীতে কঠোর আন্দেলনের হুঁশিয়ারী দেন বক্তারা।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।