ঈশ্বরদীতে অস্ত্রসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৪ মার্চ ২০১৭

পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি, রামদা, হাসুয়া, ৬৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার ভোরে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর (নিউ কলোনী) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার রাশিদুল ইসলামের ছেলে রাকিবুল হাসান পিন্টু (২৬), মৃত আব্দুল গাফফারের ছেলে হাসান (২৫) ও মোক্তার হোসেনের ছেলে রনি (২২)।

র‌্যাব-১২ জানায়, সন্ত্রাসী ধরতে ফতেমোহাম্মদপুর (নিউ কলোনী) এলাকায় র‌্যাবের একটি টহল দল গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে ধরে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রেলওয়ের তেল ও ইজিবাইক চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।