ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের চাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মো. হক মোল্যা (৩৫) মাগুরা সদরের দমদমা গ্রামের গহর মোল্যার ছেলে।

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী সবজিবোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট ১১-১১৮৬) বাগাট বাজার এলাকায় পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে ওঠা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।