ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধুকযুদ্ধে’ যুবক নিহত


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৬ মার্চ ২০১৭
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবি পুলিশের ‘বন্ধুকযুদ্ধে’ কাউছার ভূইয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার ভাতশালা রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় ডিবি পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহত কাউছার ভূইয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার আব্দুল রাজ্জাক ভূইয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে জেলা শহরের ভাতশালা রেলস্টেশন এলাকায় মাদক বহনকারী একটি মাইক্রোবাস রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ গাড়িটির কাছাকাছি গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থলেই কাউছার মিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।