কমলনগরে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর আটক


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৯ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগরে ৪ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে আল আমিন (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে উপজেলার মাতাব্বর হাট এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। এর আগে শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ওই শিশু যৌন নির্যাতনের শিকার হয়। আল আমিন উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ দুলাল ওরফে দেলুর ছেলে।

শিশুর মা জানায়, আল আমিন তাদের প্রতিবেশী। তিনি ঘরে না থাকার সুবাদে আল আমিন ঢুকে চার বছর বয়সী অবুঝ মেয়েকে যৌন নির্যাতন করে পালিয়ে যায়। পরে অসুস্থ মেয়েকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

বিষয়টি জানাজানি হলে তার পরিবারের লোকজন ও স্থানীয় কয়েকজন মীমাংসা করবে আশ্বাস দেয়। এদিকে তার স্বামী চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করায় বাড়ি আসতে দেরি হচ্ছে।

এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া জানান, অভিযোগ পেয়ে আল আমিনকে আটক করা হয়েছে। এরআগে ওই শিশোরের বাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস কবলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে ও ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।