ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৯ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহকে বিভাগ করা হয়েছে। একইভাবে ঢাকা বিভাগকে আরেক দফা ভেঙে ফরিদপুরকেও বিভাগ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি বলেন, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর নিয়ে এই বিভাগের পরিকল্পনা রয়েছে এবং তা অচিরেই বাস্তবায়ন করা হবে।

বুধবার বিকেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রী ফরিদপুরে ১৯টি প্রকল্প উদ্বোধন করেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।