প্যানেল চেয়ারম্যান সুচিকে আ.লীগের বিশেষ সম্মাননা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংরক্ষিত নারী আসনের সদস্য সনি আক্তার সুচিকে বিশেষ সম্মানা দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার উপজেলার দরিকান্দি ইউনিয়নের ভোরের বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে এ সম্মাননা দেয়া হয়।
দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর ওয়াজেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম ইসহাক, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ময়নাল হোসেন ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য, সনি আক্তার সুচি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দরিকান্দি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীরের সহধর্মিণী সুচি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি