কুমিল্লায় অটো চিড়ার মিলে ডাকাতি
কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির অদূরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেন। সোমবার গভীর রাতে বুড়িচং উপজেলার ইউনুস অটো চিড়া ও মুড়ির মিলে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও মিলের মালিক পক্ষ জানান, ১০/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই মিলের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে গার্ড ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বাঁধেন। এরপর তারা ভেতরে প্রবেশ করে প্রায় আধা ঘণ্টাব্যাপী লুটপাট চালান। ডাকাতরা মিলের বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল, নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটে নেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলের গার্ড আব্দুল কাদেরকে (৩০) আটক করেছে। ওই অটো মিলের মালিক মো. ইউনুস মিয়া জানান, রাত আড়াইটার দিকে ডাকাত দল মিলে প্রবেশ করে শ্রমিক ও গার্ডদের মারধর ও আটকে রেখে ট্রাকযোগে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যান।
আহত শ্রমিক রাজীব হোসেন ও পলাশ জানান, পূর্ব পার্শ্বের গেটের তালা কেটে ডাকাতদল ভেতরে প্রবেশ করে সকল শ্রমিক ও গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও চোখ বাঁধেন। এরপর তারা মারধর করে পর্যায়ক্রমে মিলের সমস্ত ইলেক্ট্রনিক্স মালামাল লুটে নেন।
মঙ্গলবার দুপুরে বুড়িচং থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এমজেড/এমএএস/আরআইপি