লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৯:২৩ পিএম, ৩১ মার্চ ২০১৭

লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ১০টার দিকে স্থানীয় পাটওয়ারির হাট থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নু বলেন, পরিকল্পিতভাবে ওমর ফারুককে কোপানো হয়েছে। তার বুকে দুইটি রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, গুরুতর অবস্থায় ইউপি সদস্যকে হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়।

কাজল কায়েস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।