নরসিংদী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান সম্পাদক রাসেল
দীর্ঘ ৭ বছর পর নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে মো. মনিরুজ্জামান ভূইয়াকে সভাপতি ও মো. রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া শ্রীকান্ত দাশকে সিনিয়র সহ-সভাপতি ও জাকির হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। শনিবার সন্ধ্যায় মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনকে ঘিরে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে কলেজ মাঠে। সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েকদিন সাজ সাজ রব বিরাজ করছে উপজেলাজুড়ে।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীম ব্যাপারী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঁইয়া, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, স্বোচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মোতাহের হোসেন রিজভী প্রমুখ।
উল্লেখ্য, ২০১০ সালে নারায়ণ চন্দ্র সাহাকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও পার হয়ে গেছে সাত বছর।
সঞ্জিত সাহা/এএম/পিআর