লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ১৩ দিন ধরে কার্যক্রম বন্ধ


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর (শিক্ষক) সুব্রত সাহার ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে রোববার (০২ এপ্রিল) পর্যন্ত ১৩ দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সেই সঙ্গে এ হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত রয়েছে। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন। এদিকে, প্রতিষ্ঠানটিতে পাঠদান বন্ধ থাকায় অভিভাবকরা দুঃচিন্তায় রয়েছেন।

রোববার সকালে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কোনো ক্লাস চলতে দেখা যায়নি। ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই, শিক্ষকরা রয়েছেন কর্মবিরতিতে।

গত মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এছাড়া শিক্ষকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন।

এর আগে সোমবার (২০ মার্চ) বিকেলে শিক্ষক সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখুসহ তার সহযোগীরা শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ওই শিক্ষক চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শিক্ষার্থীরা জানায়, শিক্ষকের ওপর হামলাকারী বহিরাগতদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তাদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, ৩ এপ্রিল (সোমবার) থেকে ক্লাস শুরু হবে। তবে ক্লাস শুরু হওয়ার বিষয়ে কলেজের নোটিস বোর্ডে কোনো নোটিস দেখা যায়নি।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।