সরাইলে ৭ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০২ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. রাহিম (১৪) নামের এক স্কুলছাত্র সাতদিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সরাইল থানায় রহিমের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রহিম উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের মনু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাতের খাবার শেষে রাহিম তার নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন ভোরে মনু মিয়া ছেলের ঘরে গিয়ে দেখেন রাহিম নেই।

পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে রহিমের কোনো সন্ধান না পাওয়ায় ২৭ মার্চ রাতে ছেলের সন্ধান চেয়ে মনু মিয়া সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জাগো নিউজকে বলেন, নিখোঁজ রহিমকে খুঁজে বের করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।