নাসিরনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক বজ্রপাতে আজিজ মিয়া (৪৫) ও দিপ্তি রাণী দাস (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা ও হরিণবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আজিজ মিয়া নরহা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে ও দিপ্তি রাণী দাস হরিণবেড় গ্রামের মৃত বুলন দাসের মেয়ে।

হরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে আজিজ বাড়ির পার্শ্ববর্তী আংরাইল বিলে ধানি জমি দেখতে যান। এসময় ঝড়ের সঙ্গে প্রচুর বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়। একই সময় হরিণবেড় গ্রামের দিপ্তি রাণী দাস বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।