পটুয়াখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার


প্রকাশিত: ০৪:১০ এএম, ০৫ এপ্রিল ২০১৭

পটুয়াখালী সদর উপজেলার খাসেরহাট এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ মো. বনি আমিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার একজন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ওই অভিযানে বনির দেহ তল্লাশিকালে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বনি বরুনবাড়িয়া এলাকার মো. মাসুদ হাওলাদারের ছেলে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।