ফরিদপুরে জেলা আওয়ামী লীগ নেতা আটক


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৩ এপ্রিল ২০১৫

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রমনা থানা পুলিশ বেইলী রোড এলাকা থেকে তাকে আটক করে।

মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ২০ লাখ টাকার একটি চাঁদাবাজির মামলা রয়েছে। মামলটি দায়ের করেন ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত।

মামলার বাদী তার আর্জিতে জানান, ফরিদপুর শহরের নিউ মার্কেটে নতুন দোকান নির্মাণের জন্য মোকাররম মিয়া বাবু তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তাকে ১০ লাখ টাকা চাঁদা দেয়া হয়। বাকি টাকার জন্য মোকাররম নানাভাবে তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এ ঘটনায় গত রোববার সাজ্জাদ একটি চাঁদাবাজির মামলাটি করেন।

আটকের বিষয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, মোকাররম মিয়া বাবু ঢাকায় পুলিশের হাতে আটক হয়েছেন। আমরা তাকে আনতে ঢাকায় যাচ্ছি।

এদিকে মোকাররম মিয়া বাবুর আটকের খবরে ফরিদপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে তারা মিষ্টি বিতরণ করেন।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।