মিঠামইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৫ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে সুষেন মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়ারজোড় হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রহমতপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

আহতরা হচ্ছেন, একই এলাকার তবারক মিয়া (২৫) ও জিয়ারুল (১৬)।

এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে হাওরে ডুবে যাওয়া বোরো ধান ক্ষেত দেখতে যান কয়েকজন কৃষক। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সুষেন মিয়া। আহত দুইজনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম হাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।