পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

পটুয়াখালী শহরের বাঁধঘাট এলাকায় মেহেদী হাসান (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত মেহেদীর বোন সুমি আক্তার জানান, মেহেদী শহরের আবদুল করিম মৃধা কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষা কেন্দ্র ইসহাক মডেল কলেজ।পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় ইয়াকিনসহ ২/৩ জনের একটি দল মেহেদীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইয়াকিনের বাবা শহরের কলেজ রোড এলাকার আবুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ইয়াকিনের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।