ওসির আত্মহত্যা : সাবেক স্ত্রী মিতুর ফের রিমান্ড আবেদন


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

বগুড়ার গাবতলী থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুর ঘটনায় সাবেক স্ত্রী রুমানা আকতার মিতুকে ৫ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে রোববার শুনানির দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে মিতু কী তথ্য দিয়েছেন তা জানাতে চাইলে তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান কিছু বলতে রাজি হননি। তিনি জানান, গত কয়েকদিন মিতুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও তথ্য পেতে আবার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ওসি আবদুল্লাহ আল হাসান গত ২৯ মার্চ সকালে গাবতলী থানা কোয়ার্টারে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি ডিউটি অফিসারের কাছে প্রথম স্ত্রী রাজিয়া সুলতানা রোজীকে দেয়ার জন্য একটি চিঠি ও চাবি দিয়ে যান। ওই দিন রাতে রোজী গাবতলী থানায় তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রী মিতুসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

গত ৩০ মার্চ রাতে পুলিশ পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বাসা থেকে মিতু ও তার বাবা মোকসেদ আলীকে গ্রেফতার করে বগুড়ায় নিয়ে আসে।

এরপর ৩১ মার্চ বিকেলে দুইজনকে আদালতে হাজির করা হয়। মিতুর ১০ দিনের রিমাণ্ড চাইলে আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন এবং তার বাবাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।