ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৫
লক্ষ্মীপুরে বৃহস্পতিবার রাতে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। এসময় আহত হয়েছেন ৫ জন। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থদের অভিযোগ, প্রশাসনের লোকজন তাদের কোন খোঁজ-খবর নেয়নি। আর প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে ক্ষতিগ্রস্থ এলাকায়।
ক্ষতিগ্রস্থদের সূত্রে জানা গেছে, জেলার সর্বত্র কিছু ক্ষয়-ক্ষতি হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর,কমলনগর উপজেলার চরফলকন, সাহেবেরহাট,পাটওয়ারীরহাট, চরমার্টিন, কালকিনিও রায়পুর উপজেলার চরবংশী এলাকায়।
কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন জাগো নিউজকে জানান, চরফলকন ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ক্ষয়-ক্ষতি ও হয়েছে ব্যাপক।
রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান খালেদ দেওয়ান জানান, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে চরবংশীর ১ নং ওয়ার্ডসহ চর ইন্দুরিয়া, চর জালিয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল আওয়াল জাগো নিউজকে জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার চরফলকন, সাহেবেরহাট, পাটওয়ারীরহাট, চরলরেন্স, কালকিনিসহ উপকূলীয় এলাকায় প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এমজেড/পিআর