পাবনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনার একটি মামলায় অব্যাহতি ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২১ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় পাবনার আমলী আদালত-১ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে মাওলানা আব্দুস সুবহানকে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ১৮২টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাওলানা সুবহানকে প্রধান আসামি করাসহ ৩১ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২ এপ্রিল পাবনা সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ১৮ সেপ্টেম্বর ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মাওলানা সুবহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে পাবনা যাবার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা এলাকা থেকে মাওলানা সুবহানকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি তাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু বলেন, মাওলানা সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। তাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। ওই তারিখে আমরা মামলার পক্ষে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করব।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, যেহেতু মামলার এজাহারে, মামলার চার্জশিটে কোথাও উল্লেখ নাই যে, মাওলানা আব্দুস সুবহান কোনো হামলার সঙ্গে জড়িত বা কোনো অভিযোগে অভিযুক্ত। তাই মাওলানা সুবহানকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার ও জামিনের আবেদন করেছিলাম।
কিন্তু আদালত অব্যাহতি ও জামিন আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আমরা উচ্চ আদালতের আশ্রয় নেব।
একে জামান/এএম/জেআইএম