নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ২
নরসিংদীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাটপাড়া কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ভাটপাড়া কদমতলা এলাকায় তিন মোটরসাইকেল আরোহীর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। অপরজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সড়কের ওপর থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মাদবধী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস দুর্ঘটনায় দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সঞ্জিত সাহা/আরএআর/পিআর