ভ্যানচাপায় পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের এক ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সুবর্ণা খাতুন কাকন (২২)। তিনি পাবিপ্রবি এর স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পাবনার সুজানগর পৌর এলাকার মো. সেলিমের মেয়ে তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, নববর্ষ উপলক্ষে সুবর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক বন্ধুর মোটরসাইকেলযোগে ঈশ্বরদীর পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন।

বেলা আড়াইটার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া বাইপাস মোড় এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বন্ধু আলামিন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত বন্ধু আলামিনের বাড়িও একই এলাকায়।

একে জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।