‘খালেদা জিয়া টিভির বাক্সবন্দি বিরোধী দলীয় নেতা’


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিভিশনের বাক্সবন্দি বিরোধী দলীয় নেতা উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, বন্দুকের নলের মাধ্যমে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে বিএনপির জন্ম। তাই গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল হতে পারে না।

তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু সুবিধাবাদী মানুষকে নিয়ে তারা একটি দল গঠন করেন। বিএনপির জন্ম ঠিক সেইভাবে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

dipo

রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে জাতিকে চরম অপমান করেছে। তাই স্বাধীনতা বিরোধী দুর্বৃত্তরা যাতে আর কোন দিন ক্ষমতায় আসতে না পারে-সেজন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান ডা. দিপু মনি।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য দিলারা বেগম আছমা, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক প্রমুখ।

নূর মোহাম্মদ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।