স্বামী পালিয়ে যাওয়ায় এবার স্ত্রীকে ধরে নিয়ে গেল পুলিশ


প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৬ এপ্রিল ২০১৭

নরসিংদীতে পুলিশের অভিযানের সময় হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ও ঘোড়াশাল পৌর যুবলীগের সহ-সভাপতি বাবুল বাইদ্দা পালিয়ে যাওয়ায় তার স্ত্রী নাজু বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা ও তার স্ত্রীসহ দুজনের বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় ৩১৫ পিস ইয়াবা উদ্ধার দেখালেও পুলিশের উপর হামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। একইসঙ্গে হামলার বিষয়টি অস্বীকার করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুর সালামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘোড়াশাল সোহাগ সিনেমা হলের পেছনে বাইদ্দা পট্টিতে (বেদে পল্লী) বাবুল বাইদ্দার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা জব্দ করেন।

ওই সময় যুবলীগ নেতা বাবুল বাইদ্দাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বাবুলের সমর্থকরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে পালিয়ে যান বাবুল বাইদ্দা। পরে বাবুলের স্ত্রী নাজু বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সালাম বাদী হয়ে বাবুল ও তার স্ত্রীসহ দুই জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, সব ধরনের অপরাধের স্বর্গ রাজ্য হচ্ছে ঘোড়াশাল বেদে পল্লী। র্দীঘদিন ধরে এখানে রমরমা মাদক ও পতিতা ব্যবসা করে আসছেন যুবলীগ নামধারী নেতা বাবুল বাইদ্দা। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের ম্যানেজ করে এই ব্যাবসা পরিচালনা করে আসছেন তিনি।

পুলিশের উপর হামলার বিষয়টি অস্বীকার করে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মাদক উদ্ধারের একটি অভিযান ছিল। সেখান থেকে ৩১৫ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এর আগে কিশোরগঞ্জের ভৈরবে বাড়িতে তল্লাশি চালিয়ে ভাইকে না পেয়ে দুই বোনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে তোলা হয় বলে তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়।

সঞ্জিত সাহা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।