মেহেন্দীগঞ্জে বিএনপির সভাপতি আটক
বরিশালের মেহেন্দীগঞ্জে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে উপজেলার লতা ইউনিয়নের বিএনপির সভাপতি ফরিদ খানকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে কাজীর হাট থানা পুলিশ তাকে আটক করে।
মারধরের শিকার কাজীর হাট থানার পুলিশ কনস্টেবলের নাম অরুন কুমার দে।
কাজীর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার জাগো নিউজকে জানান, অরুন কুমার তার শিশু সন্তানকে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সেখানে ফরিদ খান উপস্থিত হয়ে অরুন কুমারকে চলে যেতে বলে খবরদারি শুরু করেন। বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ কনস্টেবলকে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এসে ফরিদ খানকে বাধা দিলে তিনি শান্ত হন। পুলিশ কনস্টেবল অরুন থানায় এসে অভিযোগ করায় ফরিদ খানকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এমজেড/আরআইপি