বাগমারায় ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

রাজশাহীর বাগমারা উপজেলায় ভাড়া বাসা থেকে সোমবার আতিকুর রহমান (৩৫) নামের এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাগমারার ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের আহম্মদপুরে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জাগো নিউজকে জানান, সোমবার দুপুরের দিকে ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমানের লাশ তার ভাড়া বাসা থেকে দরজা ভেঙে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না।

আতিকুর রহমানের সহকর্মী মহিরুল ইসলামের বরাত দিয়ে ওসি জানান, দাফতরিক কাজে রোববার সকালে তিনি রাজশাহীতে গিয়েছিলেন। সন্ধ্যার পর তিনি বাগমারায় উপজেলার দেউলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসায় ফিরেন। বিয়ে না হওয়ায় তিনি ওই বাড়িতে একাই থাকতেন। সোমবার সকালে আতিকুরের বাসায় কাজ করতে গিয়ে গৃহকর্মী সায়েদা খাতুন ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। অনেক ডাকার পরও জবাব না পেয়ে তিনি বিষয়টি অন্যদের জানান। এ সময় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে আতিকুরের লাশ উদ্ধার করে। তার লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।