নরসিংদীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৬ এপ্রিল ২০১৭

নরসিংদীতে সিরাজুল ইসলাম (২০) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে সদর উপজেলার আমিরাবাদে এ ঘটনা ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম শহরের ঘোড়াদিয়া এলাকার মৃত ফাইজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাবুল নামে এক ব্যক্তি সকালে সিরাজুল ইসলামকে বাড়ি থেকে ডেকে পাশ্ববর্তী আমিরাবাদ গ্রামে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। ওই স্থান থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করের। ঢাকার নেয়ার পথে কালীগঞ্জে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রুবি বেগম হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।

তবে চাচাতো ভাই হযরত আলী দাবী করেছেন, গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার কারণ উদঘাটন ও আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

সঞ্জিত সাহা/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।