কয়েল কারখানায় শ্রমিকের মৃত্যু, মরদেহ নিয়ে লুকোচুরি
ভৈরবে মশার কয়েল কারখানায় মেশিনে ওড়না পেচিয়ে পপি বেগম (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত ৮টায় ভৈরব শহরের জগন্নাথপুর এলাকায় আশরাফ ক্যামিকেল কোম্পানিতে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নরসিংদি জেলার রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রাম। আজ সোমবার ভৈরব থানায় ইউডি মামলা করার পর পুলিশ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ পাঠিয়েছে।
এদিকে তার মৃত্যুর পর কারখানা মালিক সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক মরদেহ নিয়ে লুকোচুরি করতে থাকে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশকে না জানিয়ে পরিবারের সদস্যদেরকে ম্যানেজ করে মরদেহ দাফন করতে চেষ্টা করে কারখানা মালিক। পরে পুলিশ এ খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে যায়।
অপরদিকে ওই কারখানায় লাইসেন্সবিহীন মশার কয়েল উৎপাদিত হতো বলে অভিযোগ রয়েছে।
ভৈরব উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন জানান, জগন্নাথপুর এলাকায় কোনো বৈধ মশার কয়েল কারখানা নেই। কারণ কয়েল কারখানা করতে কীটনাশক ওষুধ লাগে এবং অনেকগুলি সরকারি প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদফতরের লাইসেন্স নিতে হয়। এই কারখানাটির কোনো লাইসেন্স আছে বলে আমার জানা নেই।
আসাদুজ্জামান ফারুক/এফএ/পিআর