সিসি ক্যামেরার আওতায় এলো ভৈরব শহর


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৮ এপ্রিল ২০১৭

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ভৈরব শহরের আংশিক এলাকা সিসি ক্যামেরার আওতাধীন আনা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এসব সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

শহরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে এই সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব চেম্বার সভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুন। এ সময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক আবু তাহের, শহর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শরীফুল আলম, চেম্বারের পরিচালক প্রমুখ।

ভৈরব বাজারকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনার জন্য চেম্বারের উদ্যোগে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে  প্রাথামিকভাবে আজ ১৬টি সিসি ক্যামেরাসহ দুটি মনিটর বসানো হয়।

ভৈরব শহর পুলিশ ফাঁড়ির অফিসে ও চেম্বার কার্যালয়ে দুটি মনিটর রাখা হয়েছে। দিনের ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে বলে চেম্বার সভাপতি জানিয়েছেন। নানা ধরনের অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে এই সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, চেম্বারের এই উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে। শহরে অপরাধ হলে অপরাধীদের শনাক্তে সিসি ক্যামেরা অনেকটা কাজে আসবে।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।