নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১০:৪১ এএম, ১৯ এপ্রিল ২০১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফারদিন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ফারদিন মিয়া (২০) নীলক্ষা গ্রামের মজিবর মিয়ার ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ ওই এলাকায় থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান শাহেদ সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুর ১২টার দিকে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে দুই দলই টেঁটা-বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে ফারদিন মিয়া নামের একজন মারা যান।

এছাড়া গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।