আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দুই ইউনিট চালু


প্রকাশিত: ০৫:০১ এএম, ২০ এপ্রিল ২০১৭

কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটির উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ৪নং ইউনিট ও ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটি দেখা দেয়। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৩নং ও ৪নং এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরে নিজস্ব প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো সচল কার জন্য কাজ শুরু করেন। বন্ধ হওয়া দুটি ইউনিট সচল করলেও জাতীয় গ্রিডে চাহিদা না থাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ৩নং ইউনিটের উৎপাদন আপাতত বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।