প্রাণিসম্পদমন্ত্রীর অনুষ্ঠান ঠেকাতে বিজয়নগরে হরতাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২০ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি আবারও সবার সামনে চলে এসেছে। কয়েকদিন ধরেই প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের দুটি অনুষ্ঠার নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গন।

জেলার আশুগঞ্জে প্রাণিসম্পদমন্ত্রীর একটি সুধী সমাবেশ ঘিরে ইতোমধ্যেই দুভাগে বিভক্ত হয়ে পড়েছে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

সাংসদ মোকতাদির চৌধুরীর সমর্থক ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লা মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ সুধি সমাবেশের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দাবি করলেও অপর একটি গ্রুপের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত সুধি সমাবেশে যোগ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক।

তবে আগামী রোববার (২৩ মার্চ) জেলার বিজয়নগর উপজেলায় মন্ত্রী ছায়েদুল হকের অপর একটি অনুষ্ঠানের প্রতিবাদে এদিন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে হরতালের ঘোষণা দেয়া হয়।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া হরতালের বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্বাচিন মন্ত্রীর অপকর্মের প্রতিবাদে রোববার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

উল্লেখ্য, রোববার বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। তবে এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ ছড়িয়ে পড়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে।

এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রাণিসম্পদমন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে অনুষ্ঠান স্থগিত করার দাবি জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।