ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২১ এপ্রিল ২০১৭

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ, বাড়িউড়া ও মজলিশপুরসহ পাঁচটি গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন, নগদ ৩ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া বেশি ক্ষতিগ্রস্তদের আরও সহযোগীতার আশ্বাস দেন সংসদ সদস্য।

এসময় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ, বাড়িউড়া ও মজলিশপুরসহ পাঁচটি গ্রামের অন্তত ২০টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।