ওমানে সড়ক দুর্ঘটনা নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১১:৫৫ এএম, ২১ এপ্রিল ২০১৭

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের দুই ভাই মাসুদ আলম (৩০) এবং জুয়েল রানার (২৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনার ৯ দিন পর আহত মামা জসিম উদ্দিন বৃহস্পতিবার ভোরে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওমানের রাজধানী মাসকাটের সালালায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাসুদ আলম ও জুয়েল রানার মামা জসিম উদ্দিন। ওই দিন রাতে তারা মামা-ভাগ্নেসহ চারজন বাংলাদেশি কাজ শেষে একটি প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যায়।

নিহত মাসুদ আলম ও জুয়েল রানা কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে। মামা জসিম উদ্দিন চরমার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে। নিহত অপরজনের নাম জাহাঙ্গীর।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।