সমাবেশে যাচ্ছেন না মৎস্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২৩ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করলেও সমাবেশে যোগ দেবেন না।

রোববার সকাল ৯টার দিকে মন্ত্রী ছায়েদুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি মুঠোফোনে জাগো নিউজকে জানান, স্যার দুপুরে সরকারি কর্মসূচি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করে চলে আসবেন। বিকেলে চান্দুরায় যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটিতে যোগ দেবেন না।

১৪৪ ধারা জারির জন্য নয়, রোডস এর বাংলোটি অরক্ষিত হওয়ার কারণে মন্ত্রী সমাবেশে যাবেন না বলেও জানান তিনি।

এর আগে মন্ত্রী ছায়েদুল হকের বিজয়নগর সফরকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এছাড়া বিজয়নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার সন্ধ্যায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করে বিকেলে চান্দুরায় একটি সুধি সমাবেশে যোগ দেয়ার কথা ছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের।

তবে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

পরে এদিন বিকেলেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন রোববার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। এরপর শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর ও কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নামফলকও ভেঙে দেয়।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।