লক্ষ্মীপুরে দুই বাড়িতে ডাকাতি : নারীসহ আহত ৪


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০১ মে ২০১৫

লক্ষ্মীপুরের চরশাহী গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

এসময় ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

এদিকে ডাকাতরা একটি বাড়ির চারজনকে পিটিয়ে আহত করেছে। আহতরা হলেন, নাহার (৭৪), দেলোয়ারা বেগম (৪৫), লাবনী বেগম (২৭) ও সুলতান আহমেদ। আহদের চন্দ্রগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্থরা জানায়, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও ঢাকার ট্যানারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে রাত একটার দিকে দরজা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ৮ ভরি স্বর্ণ নিয়ে যায়। এসময় তার পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে।

একই সময় ডাকাতরা পাশের বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ঘরে হানা দিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার ও কিছু মালামাল নিয়ে যায়।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা আগেও কয়েকবার আমাকে গুলি করেছে। ডাকাতির সময় আমি ঢাকায় ছিলাম, তারা আমাকে বাড়িতে হন্য হয়ে খুঁজেছে। বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ব্যাপারে দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে।


কাজল কায়েস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।