যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করলেন ইউপি সদস্য


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উত্তর চরমার্টিন গ্রামে অনৈতিক কর্মের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রীকে (৩০) মারধর ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। যুবক সালাহ উদ্দিন একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় নির্যাতিতার বাবা মাহমুদ উল্যাহ বাদী হয়ে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ জনকে আসামী করে লক্ষ্মীপুর জজ আদালতে মামলা করেন।

নির্যাতিত প্রবাসীর স্ত্রীর বাবা মাহমুদ উল্যাহ জানান, প্রায় ১২ বছর আগে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরুল আমিনের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন।

কয়েক বছর আগে মেয়ের জামাই বিদেশ (ওমান) যাওয়ার পর থেকে ওই গ্রামের কয়েক বখাটে তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছিল।

দীর্ঘদিন থেকে একই গ্রামের সালাহ উদ্দিন নামের এক সিএনজিচালকের গাড়িতে করে তাদের পরিবারের সদস্যরা যাতায়াত করে। গত ২৩ মে রাত সাড়ে ৭টার দিকে ওই সিএনজিচালক ভাড়া নিয়ে মেয়ের বাড়িতে আসে।

ওই সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান ও কয়েক প্রভাবশালী তার মেয়ের ঘরে ঢুকে অনৈতিক কাজের কাল্পনিক অভিযোগ এনে চাঁদা দাবি করে।

চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সিএনজিচালককে বেঁধে ও তার মেয়েকে বেধড়ক মারধর করে। পরে তাদের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় নির্যাতিতার বাবা মাহমুদ উল্যাহ বাদী হয়ে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ জনকে আসামি করে জেলা জজ আদালতে একটি মামলা করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আবদুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় আদালতে মামলার পর তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।