নদী তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার এলাকায় ধ্বস


প্রকাশিত: ০১:১১ পিএম, ০৩ মে ২০১৭

সিরাজগঞ্জের কাজিপুরে শুভগাছা এলাকায় যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

বুধবার দুপুর থেকে সদর উপজেলার পাচঠাকুরী-খুদবান্দী যমুনার পশ্চিম তীর সংরক্ষণ বাঁধের বাহুকা টুটুলের মোড় অংশে এ ভাঙন শুরু হয়।

স্থানীয়রা জানান, দুপুর থেকে হঠাৎ করেই টুটুলের মোড় এলাকায় বাঁধে ধভাঙন শুরু হয়। বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় ৪০ মিটার এলাকা জুড়ে ধ্বসে যায়। এতে আতঙ্কিত হযে পড়েছেন এলাকাবাসী।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, দুপুরে হঠাৎ করেই টুটুলের মোড় অংশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে এ ধ্বস দেখা দিয়েছে। এছাড়াও পাঁচঠাকুরী-খুদবান্দি বাঁধটির বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে এ অঞ্চলসহ কাজিপুরের মেঘাই অঞ্চল মিলে ৭ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প ইতোমধ্যে প্রি-একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি এখন একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষা পাবে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।