গৌরনদীতে নিখোঁজের পর বৃদ্ধের লাশ উদ্ধার


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৪ মে ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার পিংলাকাঠি এলাকায় নিখোঁজের একদিন পর আড়িয়াল খাঁ নদী থেকে বিরেন মাঝি (৭৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিরেন মাঝি উপজেলার চন্দ্রাহার গ্রামের কার্তিক মাঝির ছেলে।

গৌরনদী থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, রোববার সকালে বিরেন মাঝি বাড়ি থেকে বের হন। বিকেলেও ফিরে না আসলে তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার আড়িয়াল খাঁ নদীতে ভাসমান একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে তারা গিয়ে উদ্ধার করেন। মৃতদেহের মাথার পেছনে দু’টি এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে থানায় মামলা হবে।

সাইফ আমীন/এমএএস/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।