উল্লাপাড়া জামায়াতের সেক্রেটারি কারাগারে
সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মওলানা আলাউদ্দিন আল আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মওলানা আজাদ উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মওলানা আলাউদ্দিন আল আজাদ। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, জামায়াত নেতা মাওলানা আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে প্রায় ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর