কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কুঠিবাড়ী


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৭ মে ২০১৭

২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। এই দিনটি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি গুরুর স্মৃতি বিজরিত কাছারি বাড়িতে আগামীকাল সোমবার (২৫শে বৈশাখ) শুরু হচ্ছে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। প্রতিদিনই থাকছে গান, আবৃত্তি, নাটক, প্রবন্ধপাঠ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানের জন্য কবির স্মৃতিধন্য শাহজাদপুরের কাছারি বাড়িসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। কবির জন্মজয়ন্তী উপলক্ষে দর্শনাথীদর জন্য রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘরটি উন্মুক্ত রাখা হবে। অনুষ্ঠান ঘিরে ঢল নামবে রবীন্দ্র ভক্তদের। দেশের বিভিন্ন এলাকা তথা ভারত থেকে প্রচুর পর্যটক কবির এই কাছারি বাড়ি আসে অনুষ্ঠান দেখতে।

আগামীকাল সোমবার সকাল ১০টায় শাহজাদপুর রবীন্দ্র কুঠিবাড়ীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা সভার মাধ্যমে শুরু হবে ৩ দিনব্যাপী রবীন্দ্র স্মরণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম।

Robindronath

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল­াত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

আলোচনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কবে চালু হবে প্রবন্ধটি পাঠ করবেন প্রবন্ধের লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী।

রবীন্দ্র জন্মজয়ন্তীর প্রথমদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ, শাহজাদপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদসহ উপজেলার বিভিন্ন শিল্পগোষ্ঠি। সবশেষে শাহজাদপুর থিয়েটারের নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন মঞ্চায়ন করা হবে।

Robindronath

অনুষ্ঠানের ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। আলোচনায় অংশগ্রহণ করবেন প্রবন্ধকার প্রফেসর নাছিম উদ্দিন মালিথা।

এদিন অনুষ্ঠানমালায় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশু কিশোরদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিভিন্ন উপজেলার শিল্পীগোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানমালার সমাপনি দিনে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করবেন প্রবন্ধকার ড. প্রফেসর আব্দুল খালেক।

Robindronath

এদিন অনুষ্ঠানমালায় রয়েছে রবীন্দ্র সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, গীতিনাট্য, কাব্যনাট্য, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। অনুষ্ঠানটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সকল অতিথি ও আগত দর্শকদের জন্য এলাকায় আইন শৃঙ্খলাসহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পুরো শহর জুড়েই রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত নানা নিদর্শন। এক সময় শাহজাদপুরের অপরুপ প্রকৃতিক নৈসর্গিক পরিবেশ কবিগুরুকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। এই শাহজাদপুরের কাছারি বাড়িতে বসেই তিনি লিখেছিলেন বিসর্জন, পোস্টমাস্টার, ছিন্নপত্র, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, বিদায়সহ নানা ছোটগল্প কবিতা ও উপন্যাস। কবিগুরুর স্মৃতি বিজরিত এই স্থানেই আগামীকাল উদ্বোধন করা হচ্ছে তিন দিনব্যাপি রবীন্দ্র জন্মবার্ষিকী উৎসব।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।