লক্ষ্মীপুরে ইউপি সদস্য নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ মে ২০১৭

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আজাদ উদ্দিন নিখোঁজ হয়েছেন।

গতকাল শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টা থেকে তার সন্ধান পাচ্ছে না পরিবারের সদস্যরা। রোববার (৭ মে) দুপুরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

আজাদ উদ্দিনের ভাই দেলোয়ার হোসেন বলেন, সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও আজাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। সুস্থ অবস্থায় তাকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, আজাদ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোডেকের আজাদনগর বাজারে ছিল। একটি দোকানে তিনি মোবাইল ফোন সেট রেখে গেছেন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পুলিশকেও বিষয়টি জানিয়েছি।

বিকেল ৫টার দিকে রামগতি থানার ডিউটি অফিসার ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (ডিডি) করা হয়নি।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।