সাতক্ষীরা পৌর ছাত্রলীগে স্বেচ্ছাচারিতার অভিযোগ


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৮ মে ২০১৭

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

পৌরসভার ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি দেয়ার আটদিন পর আবারও নতুন কমিটি দেয়া হয়েছে। এ ঘটনাকে অনিয়ম, খামখেয়ালিপনা আর স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু নয় বলে জানালেন পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান বিপ্লব।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল আশিকুজ্জামান শাওনকে সভাপতি ও নাছিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটি দেয়া হয়। স্বেচ্ছাচারিতার মাধ্যমে রোববার কমিটির সভাপতি আশিকুজ্জামান শাওন ও প্রচার সম্পাদক শামীম হোসেনকে বাদ দিয়ে নতুন কমিটির অনুমোদন করা হয়েছে।

এটা আওয়ামী লীগ পরিবারের সদস্য আশিকুজ্জামান শাওনকে হয়রানি ও রাজনৈতিক হেয়প্রতিপন্ন ছাড়া কিছু নয়। এমন করলে যোগ্য ও মেধাবীরা ছাত্রলীগের প্রতি আগ্রহ হারাবে।

এদিকে, জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান শাওন জানান, কমিটি দিয়েই আবার বাদ দেয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই। আমি পদে পুনর্বহালের দাবি জানাই।

তবে এসব বিষয়ে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাফুর রহমান শাওন বলেন, কমিটি দেয়া হয়েছিল। তবে এটা প্রকাশ করা হয়নি। বিভিন্ন মাধ্যমে জেনেছি বাদ দেয়া দুইজন আওয়ামী লীগ পরিবারের সদস্য নয়। এ জন্য তাদের বাদ দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।