চীনা নারী চেন জুহং পুলিশ হেফাজতে


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১১ মে ২০১৭

সাতক্ষীরায় চীনের এক নারীকে নজরদারিতে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের মধ্যে ঘোরাফেরা করার সময় সন্দেহ হয়। এ সময় তিনি কোথায় যাবেন, কী করবেন কোনো কিছুই বলতে না পারায় এই নারী চীনা নাগরিককে পুলিশের হেফাজতে নেয়া হয়। তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, চীনের ফুজিয়ান প্রদেশের এই চীনা নারীর নাম চেন জুহং। তিনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ২৮ মার্চ বাংলাদেশে প্রবেশ করেন। ২৬ এপ্রিল তার বাংলাদেশে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে। তার পাসপোর্ট নম্বর ই-৫৯১৪৯৯৩০। তিনি ইংরেজি ও বাংলা কোনোটিই বোঝেন না।

নিরাপত্তাজনিত কারণে তাকে নজরদারিতে নেয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার মাধ্যমে ঢাকায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ওই নারীর পাসপোর্টে বাংলাদেশ ছাড়াও মিসর ও নেপালের ভিসাও রয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, তাকে বিদেশি নাগরিক হিসেবে পুলিশ হেফাজতে নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছি।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।