বগুড়ায় জিহাদি বইসহ ৫ জামায়াত-শিবিরকর্মী আটক
বগুড়ার নন্দীগ্রামে জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদসহ পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাথম গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কাথম গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার (১৯), আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মোমিন (১৮), বনিজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮), ময়েজ উদ্দিনের ছেলে রহিম উদ্দিন (৬০) ও নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের হযরত আলীর ছেলে ফারুক হোসেন (৩০)।
নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে উপজেলার কাথম গ্রামের রহিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। তারা জামায়াত-শিবিরের কর্মী। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও সমর্থন স্লিপ পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
লিমন বাসার/আরএআর/পিআর